শাহবাগে ফুলের বাজারে আগুন

29

ঢাকার শাহবাগে ফুলের বাজারে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

- Advertisement -

- Advertisement -

শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে সেখানে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সর্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, “শাহবাগ টিনশেড ফুলের মার্কেটে আগুনের খবর পেয়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ৫৫ মিনিটে।”

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাননি তিনি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “মার্কেটের একটি দোকানে কয়েকটি গ্যাসের সিলিন্ডার পাওয়া গেছে। কিন্তু সেখান থেকেই আগুন লাগে কিনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”