বৈশাখে হুমকি নেই, এবার নববর্ষ হবে আরও উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা

13

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, চলতি বছর আয়োজন হবে আরও উৎসবমুখর।

- Advertisement -

- Advertisement -

ঢাকাসহ জেলাগুলোর পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহানগর পুলিশ ও জেলা পুলিশ তাদের মতো করে প্রয়োজনে বিধি নিষেধ দিতে পারে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম বলেন, “এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। পহেলা বৈশাখ উৎসব আয়োজনে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো সময়সূচি থাকছে না।”

ঢাকায় মঙ্গল শোভাযাত্রা, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর ও রমনার বটমূলের আয়োজনে নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে জানিয়ে তিনি বলেন, “গত সব বছরের তুলনায় এ বছর আরও ভালোভাবে উৎসবমুখর পহেলা বৈশাখ আয়োজন করা হবে।”

এখনও হাতে সময় আছে। নতুন কোন ধরনের পরিস্থিতি তৈরি হলে নতুন সিদ্ধান্ত নিতে হবে মন্তব্য তরে উপদেষ্টা বলেন, “আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এখানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা বিঘ্নিত যেন না ঘটতে পারে, সে ব্যাপারে আমরা কাজ করছি।”

বৈঠকের আইনশৃঙ্খলা রক্ষার্থে কী কী করণীয়, সেসব বিষয়ে আলোচনা হয়।

গত বছরের মতো এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রা ঘিরে পুলিশ বা নিরাপত্তা বাহিনী থাকবে কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগে-পিছে কারা থাকবে? বাংলাদেশের মানুষই তো থাকবে। পুলিশ তো বাংলাদেশের মানুষ। তারা আগে না পিছে থাকবে, সেটা আয়োজকরা সিদ্ধান্ত নেবে।”

You might also like