স্কুলের গণ্ডি পেরোতে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বসেছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা। চলবে দুপুর একটা পর্যন্ত।
কুরআন মাজিদ ও তাজবিদ দিয়ে দাখিল পরীক্ষা শুরু হয়েছে। আর এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা দিচ্ছেন বাংলা-২ বিষয়ের পরীক্ষা।
এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে।
এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।
আর এসএসসি ও দাখিল ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৩ থেকে ২২ মে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।
সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী। ২২৯১টি কেন্দ্রে পরীক্ষা দেবে ১৮০৮৪টি স্কুলের পরীক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষা অংশ নিচ্ছে। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন ছাত্র এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। ৯ হাজার ৬৩টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৭২৫টি কেন্দ্রে তারা পরীক্ষা দেবেন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮জন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার চলার তিন ঘণ্টা পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষা চলার সময় কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট নন এমন কোন ব্যক্তি চলাচল করতে পারবেন না।
এসএসসি ও সমমান পরীক্ষার সময় ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৩৪ দিন সব ধরণে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে পরীক্ষার্থীদেরজন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেগুলো হলো-
১. পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং আসন গ্রহণ করতে হবে।
২. যেসব পরীক্ষার্থী ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন না, তাদেরকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। তবে দেরিতে আসা শিক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের সচিব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাবেন।
৩. কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীরা মোবাইল ফোন, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসতে পারবেন না। শুধুমাত্র কেন্দ্র সচিব তাদের জন্য অনুমোদিত ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৪. পরীক্ষার্থীরা ‘প্রোগ্রামেবল’ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, তবে ‘নন প্রোগ্রামেবল’ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
এছাড়া, পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়েছে। পরীক্ষার্থীরা যাতে নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা দিতে পারেন, তার জন্য পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এসএসসি পরীক্ষার প্রথম দিন, ১০ এপ্রিল, বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে, এরপর ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সুষ্ঠু আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে কাজ শেষ করেছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন, সে জন্য এ নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।