বাংলাদেশ-ভারত সীমান্তে ভূমিকম্প

26

বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ব্রাহ্মণবাড়িয়ায় মৃদু ভূমিকম্প হয়েছে। ঢাকা থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল ৪টা ৫২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে।
ইউএসজিএস বলছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ২৩ দশমিক ২ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে, ভারতের আগরতলা থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে, ত্রিপুরার রানিনগর থেকে ২৩ দশমিক ৪ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ৩৮ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য বলছে, রাজধানী ঢাকা থেকে ১০৫ কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
গত ২৮ মার্চ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, তার ধাক্কা বাংলাদেশের কিছু এলাকাতেও লাগে। ওই ভূমিকম্পে মিয়ানমারে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এ অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের এ প্রবণতা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্যও। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।

- Advertisement -

- Advertisement -

You might also like