দুপুর দেড়টায় সব মসজিদে জুমার নামাজ চায় ইসলামিক ফাউন্ডেশন

13

দেশের সব মসজিদে একই সময় জুমার নামাজ পড়তে আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। দুপুর ১টা ৩০ মিনিটে নামাজের আয়োজন করতে বলেছে সংস্থাটি।
রবিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ইসলামিক ফাউন্ডেশন বলেছে, “দেশের বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে জুমা আদায় করায় ধর্মপ্রাণ মুসল্লি ও পথচারীরা সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা নিরসনে একই সময়ে জুমা আদায়ের সিদ্ধান্ত।”
কেন এই সিদ্ধান্ত-এই প্রশ্নে ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বলেন, “এটা ঠিক নির্দেশ নয়, আমরা আহ্বান জানিয়েছি। আমাকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, আমি সেটি পালন করেছি মাত্র।”
কেন হঠাৎ এমন আহ্বান জানানো হয়েছে, কেউ কি আপনাদের কাছে অনুরোধ করেছিলেন?- এই প্রশ্নে তিনি বলেন, “হ্যাঁ, এ বিষয়ে অনেক অনুরোধই এসেছে।”
তিনি বলেন, “আমাদের স্বভাব তো রাস্তা আটকে নামাজ পড়ে। কোথাও সোয়া একটায়, কোথাও দেড়টায়, কোথাও ২টায় রাস্তা আটকানো হয়। এখন জনগণ না হয় জানল যে দেড়টার সময় রাস্তা আটকানো হবে। এতে সবার সুবিধা হবে।”
এই সিদ্ধান্ত কোনো বিতর্ক তুলতে পারে কি না, এই প্রশ্নে তিনি বলেন, “আমরা নির্দেশ দিলাম। এখানে পজেটিভ-নেগেটিভ অনেক কিছুই আসতে পাবে। তবে আমরা তো সবাইকে বাধ্য করছি না। তবে সরকারি মসজিদগুলোতে এই সময়ের বিষয়টি মানা হবে।”
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দুপুর দেড়টায়, কোনো মসজিদে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিগণ) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন।
“এ সমস্যা দূরীকরণে সারাদেশে সকল মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময়ে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায় করার জন্য ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।”
সব বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালক ও জেলা কার্যালয়ের উপপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ফাউন্ডেশন।

- Advertisement -

- Advertisement -