৫ বছরের মধ্যে সর্বনিম্নে শেয়ারবাজারের সূচক

প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো প্রভাব পড়েনি চার কার্যদিবসে

9

 

- Advertisement -

- Advertisement -

গত রবিবার সরকারি ছুটির দিনেও পুজিবাজার নিয়ে বৈঠক করেছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা । কিন্তু পরের চারটি কার্যদিবসে সেই বৈঠকের কোনো ইতিবাচক প্রভাব পড়লো না। উল্টো বৃহস্পতিবার শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই ) সূচকের ৫৪ পয়েন্টের পতনে তা গিয়ে ঠেকলো পাচ বছরের আগের জায়গায় । ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক আজ থেমেছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে। যা ২০২০ সালের ২৫ আগস্টের পর সর্বনিম্ন । আর ২০১৯ সালের ১২ নভেম্বর এও সূচক ছিল ৪ হাজার ৭৭৯ পয়েন্টে। ঢাকার শেয়ারবাজারে গত দদিনের লেনদেন ছিল ৩০০ কোটির নিচে,সেটাও হতাশাজনক বলেই মনে করেন বিণিয়োগকারিরা।

গত ১১ মে শেয়ারবাজারের অব্যাহত পতন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস বৈঠক করেছিলেন অর্থ উপদেষ্টা ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কয়েকজনের সাথে। এর আগে বিণিয়োগকারিরা এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে একাধিক দিন রাজপথে বিক্ষোভ করেছেন । আবার প্রধান উপদেষ্টার বৈঠকের পর স্বল্পমেয়াদি পদক্ষেপের কোনো ঘোষণা না আসায় হতাশাও ব্যাক্ত করেছিলেন। সেই হতাশার মধ্য দিয়েই রবিবার এই সপ্তাহের শেষ হলো ।

বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজারে ২৯৬ কোটি টাকার লেনদেন হয়েছে। দাম বেড়েছে মাত্র ৪২টি কোম্পানির শেয়ারের দাম । কমেছে ৩১৭টির। আর অপরিবর্তিত ছিল ৩৬টির।

 

 

You might also like