বৃহস্পতিবার শুনানির কথা থাকলেও দুই দিন আগেই জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।
আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাকে জামিন দেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য জানান।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় সোমবার কারাগারে পাঠানো হয় এই অভিনেত্রীকে। সেই সঙ্গে বৃহস্পতিবার শুনানি করার সিদ্ধান্ত জানান ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক।
২০২৪ সালের জুলাইয়ে ঢাকার ভাটারা এলাকায় সংঘটিত গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে গত ২৯ এপ্রিল একটি মামলা করেন এনামুল হক নামে এক ব্যক্তি।
মামলায় বলা হয়, নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থ জোগান দিয়েছেন।
তাতে আরও অভিযোগ করা হয়, আন্দোলনকারীদের ছোড়া গুলিতে বাদী আহত হন।
এই মামলায় ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও তিন থেকে চারশ’ অজ্ঞাত ব্যক্তি আসামি হিসেবে অন্তর্ভুক্ত।
গত রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়।
এই মামলায় মোট ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, জায়েদ খান এবং আজিজুল হাকিম।
নুসরাত গ্রেপ্তারের পর অনেকেই জুলাই অভ্যুত্থানের পক্ষে তার ফেসবুক পোস্ট তুলে ধরে সমালোচনা করছেন।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও তাদের একজন। এই গ্রেপ্তারের ঘটনায় তিনি ‘বিব্রত’ বলে জানিয়েছেন।
নুসরাতকে গ্রেপ্তার ‘অন্তর্ঘাতমূলক’ কাজ হতে পারে আশঙ্কার কথা জানায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাষ্ট্রকাঠামো ও প্রশাসনের মধ্যে থাকা একটি পক্ষ ‘জুলাই গণহত্যা’ এবং তার বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে এই ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।”
এদিকে রবিবার নুসরাত ফারিয়াকে আদালতে তোলার পর তার আইনজীবীরা বলেন, তাদের মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ নেই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তিনি কোনো রাজনৈতিক দলের অংশ নন, বরং ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন।
আদালতে নুসরাত ফারিয়ার আইনজীবী ফারহান আরাভ বলেন, “নুসরাত ফারিয়া একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। গত বছরের ৯ জুলাই তিনি কানাডায় শুটিংয়ে যান এবং দেশে ফেরেন ১৪ আগস্ট। সে সময় তিনি আন্দোলনের পক্ষে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করেছিলেন, কিন্তু ঘটনাস্থলে ছিলেন না।”
পরে বিচারক এ বিষয়ে নথিপত্র দেওয়ার আদেশ দিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির নির্দেশ দেন।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.