আইনশৃঙ্খলা নিয়ে ৩ বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

2

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় জ্যেষ্ঠ কর্মকর্তারা দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় প্রধান উপদেষ্টা, রাজধানী ও সারা দেশে স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। কিছু বড় ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন অন্তর্বর্তী সরকারপ্রধান।

- Advertisement -

- Advertisement -

You might also like