দেশের জনগণকে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার দুপুরে ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বাহিনীটি এ আহ্বান জানায়।
এই পোস্টের সঙ্গে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তির ছবি জুড়ে দেওয়া হয়েছে।
পোস্টে লেখা হয়েছে, “সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।”
ভুয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে বলে তাতে উল্লেখ করা হয়েছে।
পোস্টে আরও লেখা হয়, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।”
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে দেশে যে রাজনৈতিক সংকট চলছে। এরমধ্যে বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে এই সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের তাগিদে জোর দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।”
ওই সময় সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর নিয়ে বলেন, “মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে।”
মব ভায়োলেন্স বা জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দেন তিনি। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে বলে জানান তিনি।
এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আলোচনা চলছিল। তারমধ্যে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমে জানান, ড. ইউনূস পদত্যাগের কথা ভাবছেন।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.