কর্মবিরতি চলছে জাতীয় রাজস্ব বোর্ডে

এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ সংশোধনের ঘোষণাতেও কাজ হয়নি

3

ঈদের লম্বা ছুটির কারনে যখন সরকারের নির্বাহী আদেশে আজ সাপ্তাহিক ছুটির দিনে সকল অফিস আদালত খোলা তখন পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে জাতীয় রাজস্ব বোর্ড এবং তার অধীন সকল দপ্তরে । রাজস্ব বোর্ডকে দুই ভাগ করার জন্য জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল এবং এনবিআরের চেয়ারম্যানকে অপসারনসহ চার দফা দাবিতে এই কর্মবিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ । একই কর্মসূচী ঢাকার বাইরেও পালিত হচ্ছে । গত বৃহস্পতিবার সরকার থেকে বলা হয়েছিল অধ্যাদেশ সংশোধন না হওয়া পর্যন্ত আগের মতই চলবে এনবিআরের কার্যক্রম । কিন্তু তাতেও দমেননি রাজস্ব আদায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 

- Advertisement -

- Advertisement -

তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত রয়েছে। কর্মবিরতি পালন শেষে আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের।

গত ২১ মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করাসহ আজ ও ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা আসে। এই দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। আর আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

You might also like