বাজেট সহায়তা, রেলওয়ে উন্নয়ন এবং অনুদান হিসাবে বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান। এর মধ্যে জাপান ৪১৮ মিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন ঋণ দেবে।
শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠকের পর এই তথ্য জানায় প্রেস উইং।
এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েলগেজ ডাবল রেলপথে উন্নীতকরণে টোকিও ৬৪ কোটি ১০ লাখ ডলার এবং বৃত্তি বাবদ ৪২ লাখ ডলার অনুদান দেবেও বলে জানানো হয়।
এর আগে, সকালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী। প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এসময় গার্ড অব অনার দেওয়া হয়।
জাপান সফরের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাজেট সহায়তার অর্থ সরাসরি বাজেটে অন্তর্ভুক্ত হবে। এরপর সেটি খাতভিত্তিক বরাদ্দ দেওয়া হবে।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.