প্রাথমিক ও কলেজে ঈদ ও গ্রীষ্মের ছুটি শুরু

6

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজগুলো ছুটিতে যাচ্ছে। মঙ্গলবার (৩ জুন) থেকে এ ছুটি কার্যকর হবে।

- Advertisement -

- Advertisement -

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এ বছরের ছুটির সময় ও পরিসরে রয়েছে কিছুটা ভিন্নতা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে মোট ২১ দিন ছুটি থাকবে। ৩ জুন শুরু হওয়া এই ছুটি চলবে ২৩ জুন পর্যন্ত। এরপর ২৪ জুন থেকে বিদ্যালয়গুলোতে ফের শুরু হবে পাঠদান।

অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলো ছুটিতে যাবে শুধুমাত্র ঈদুল আজহা উপলক্ষে। সেখানে গ্রীষ্মকালীন অবকাশ ধরা হয়নি। ফলে কলেজে ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি থাকবে। ১৩ জুন থেকে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

You might also like