“হাসিনা স্টাইলে নির্বাচন করে এই সরকারও পার পাবে না “

মতবিনিময় সভায় জি এম কাদের

2

অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

- Advertisement -

- Advertisement -

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, “বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না।”

“দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে,” বলেন তিনি।

একতরফা নির্বাচনে অর্থ, পেশি শক্তি ও সরকারি কর্তাদেরকে প্রার্থীদের বিজয়ে ব্যবহার করা হয় বলে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের নির্বাচন করে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না।”

বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার ও তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির এই নেতা। তিনি বলেন, “দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে।”

You might also like