মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও কিশোর-কিশোরী ক্লাব করবে সরকার
একনেকে অনুমোদিত ১৭টি প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ৯ হাজার কোটি টাকা
দেশের সাত বিভাগে মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্র নির্মাণ ২৫৩ উপজেলা কমপ্লেক্স স্থাপন, কিশোর-কিশোরী ক্লাব স্থাপনসহ ১৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
অনুমোদিত ১৭টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লক্ষ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লক্ষ টাকা।
আজ (২৪ জুন) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের সর্বশেষ একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত ১৭টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লক্ষ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লক্ষ টাকা। এবারের অনুমোদিত প্রকল্পের মধ্যে ১১টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক সভার সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।