শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ জুলাই শেষে কিংবা আগস্টের শুরুতে

3

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের শুরুতে সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

- Advertisement -

- Advertisement -

শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম।

জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়।

তিন আসামির মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

আদালতটি শেখ হাসিনার সরকারের আমলেই গঠিত হয়েছিল ২০০৯ সালে, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করতে।

রামপুরায় গুলি করে হত্যার তদন্ত শেষ পর্যায়ে

প্রসিকিউটর তামিম জানান, জুলাই গণঅভ্যত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্ণিশে ঝুলে থাকা আমির হোসেনের ওপর নির্বিচারে গুলি বর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও দুজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে খুব শিগগিরই এ মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে।

এ মামলায় হুকুমের আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় ট্রাইব্যুনালে করা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লা, দারুসালাম জোনের সাবেক এডিসি এম এম মইনুল ইসলাম ও সাবেক এসআই চঞ্চল চন্দ্র ও সাবেক এসি রাজেন কুমার সাহা গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

You might also like