ভারী বৃষ্টির ফলে আগামী কয়েকদিন দেশের নদ-নদীর পানি বাড়তে পারে বলে আভাস দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালেয়র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার বন্যা পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে, তিস্তা নদীর পানি বাড়ছে; এ পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এসময় তিস্তার পানি নীলফামারী, রংপুর ও লালমনিরহাট জেলার সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী দুইদিন নদীর পানি কমে আসতে পারে।
সুরমা নদীর পানি স্থিতিশীল থাকলেও কুশিয়ারা নদীর পানি বাড়ছে।
তবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দুই নদীরই পানি বেড়ে সিলেট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
আর চট্টগ্রাম বিভাগের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ছে, অন্যদিকে হালদা নদীর পানি কমছে।
সাঙ্গু, মাতামুহুরী ও হালদা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর শনিবার একদিনের সতর্কবার্তা জারি করেছে।
এছাড়া আগামী এক সপ্তাহ সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল আর যমুনা নদীর পানি কমতে থাকলেও সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে, এ পরিস্থিতি আগামী একদিন অব্যাহত থাকতে পারে। তবে পরের চারদিন বাড়তে পারে।
অন্যদিকে পদ্মা নদীর পানি কমছে, যা আগামী দুইদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর পরের তিনদিন স্থিতিশীল থাকার আভাস রয়েছে।