অর্থ সহায়তা না পেয়ে জুলাই ফাউন্ডেশনের অফিস ভাঙচুর

0

প্রতিশ্রুত আর্থিক সহায়তা না পাওয়ায় রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন গণঅভ্যুত্থনে আহত কয়েকজন।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, দ্বিতীয় দফায় অর্থ সহায়তা দেওয়ার জন্য পূর্বনির্ধারিত তারিখে উপস্থিত হলেও ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত তারিখে অর্থ বিতরণ সম্ভব নয়।

এতে আহতদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তারা অফিসে তালা লাগিয়ে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পরে অফিস কক্ষে ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ফাউন্ডেশনের বেশ কয়েকটি চেয়ার এলোমেলো হয়ে যায়, একটি দরজার কাচ ভেঙে পড়ে এবং পানির ফিল্টার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মেঝেতে ছড়িয়ে পড়ে কাচের টুকরো।

এ বিষয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর বলেন, “আহতদের মানসিক অবস্থার বিষয়টি বিবেচনা করে আমরা এই ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিচ্ছি না। ইতোমধ্যে দ্বিতীয় দফায় ৮০৬ জনকে সহায়তার অর্থ দেওয়া হয়েছে। বাকি প্রাপকদের ধাপে ধাপে অর্থ সহায়তা দেওয়া হবে।”

তিনি জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৩৯ জনকে ‘ভুয়া আহত’ এবং চারজনকে ‘ভুয়া শহীদ’ হিসেবে চিহ্নিত করে তাদের নাম বাতিলের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

ঘটনার পর ফাউন্ডেশন কর্তৃপক্ষ আহতদের সঙ্গে আলোচনায় বসে। আলোচনা শেষে সিইও কামাল আকবর জানান, “রবিবার থেকে দ্বিতীয় দফার অর্থ সহায়তা পুনরায় বিতরণ শুরু হবে।”

সহায়তা না পাওয়ায় হতাশ একজন আহত বলেন, “আমরা সহায়তার আশায় দিনের পর দিন অপেক্ষা করছি। বারবার প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করলে আমাদের আর কী উপায় থাকে?”

You might also like