২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।
আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫।
২০২৪ সালে জিপিএ ফাইভ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এবার ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ ফাইভ পেয়েছে।
গত বছরের তুলনায় এবার জিপিএ ফাইভ কমেছে ৪৩ হাজার ৯৭ জন। যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ কম।
২০১৮ সালে সর্বনিম্ন ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল। যা গত ১০ বছরে সর্বনিম্ন।
আর ২০২১ সালে সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন জিপিএ ফাইভ পায়।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। পাসের হার গত বছরের তুলনায় কমেছে। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।