নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত ইসির ওয়েবসাইটে ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে প্রতীক হিসেবে ‘নৌকা’ দেখা গেলেও বুধবার সকালে সেটি আর দেখা যায়নি।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকার ৬ নম্বর ট্যাবে আওয়ামী লীগের নামটি থাকলেও প্রতীক প্রদর্শনের স্থানে কোনো চিহ্ন বা ছবি আর দেখা যাচ্ছে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।”
বর্তমানে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি। এর মধ্যে ৫০টি প্রতীক বিভিন্ন রাজনৈতিক দলের জন্য বরাদ্দ, যার মধ্যে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকও অন্তর্ভুক্ত ছিল। বাকি ১৯টি প্রতীক সংরক্ষিত রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সংশোধিত বিধিমালার খসড়া ইতোমধ্যে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে।
সেখান থেকে অনুমোদন এলে জামায়াত ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ মোট প্রতীকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১৫টি।
তালিকায় নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ও অন্তর্ভুক্ত ছিল, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়।
মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে পোস্টে তিনি লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”
তিনি আরও লিখেছেন, “পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? একজন সাধারণ নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।”
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.