“রাজনৈতিক সার্মথ্য” প্রর্দশনের লক্ষ্যে ঢাকায় জামায়াতে ইসলামীর ” জাতীয় সমাবেশ ”

আগের রাত থেকেই ঢাকায় আসতে শুরু করেছে নেতা-কর্মিরা , দুপুরের মধ্যেই ভরে গেছে সোহরাওয়ার্দী উদ্যান

5

নিজেদের রাজনৈতিক সার্মথ্য প্রর্দশনের লক্ষ্যে ঢাকায় জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ উপলক্ষে সারাদেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা ।শনিবার দুপুর ২টা থেকে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৯টার মধ্যে মঞ্চের চারপাশে নেতাকর্মীদের সমাবেশ জনসভায় রূপ নিয়েছে। বেলা ১০টা থেকে সঙ্গীত পরিবেশন করছে সাইমুম শিল্পী গোষ্ঠী।

- Advertisement -

- Advertisement -

মঞ্চ নির্মাণ, অতিথিদের জন্য আসন, বিভিন্ন স্থানে মাইক, বড় পর্দা স্থাপন, উদ্যানজুড়ে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বসানোর কাজ ভোরের আগেই শেষ হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের দুই দিকে প্রবেশ পথে তৈরি করা হয়েছে বিশাল গেইট। আর মধ্য রাত থেকেই আসতে শুরু করেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

বিশাল মঞ্চে টানানো ব্যানারে রয়েছে জাতীয় সমাবেশ-২০২৫ লেখা, পাশেই স্থান পেয়েছে দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’। লাল কার্পেট বিচানো হয়েছে মঞ্চে এবং মঞ্চের সামনের দিকে যেখানে অতিথিদের আসন।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৭ দফা দাবিতে এই সমাবেশ করছে জামায়াত। দলটির দাবির মধ্যে রয়েছে- সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারে পূনর্বাসন, সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

গত বছর ৫ আগস্ট গনঅভূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হয় জামায়াতে ইসলামী। ফিরে পায় দলের নিবন্ধন ও নির্বাচনী প্রতিক। গত দুই যুগেরও বেশি সময়ে জামায়াতে ইসলামী রাজধানীতে এমন বড় রাজনৈতিক সমাবেশ করেনি।

 

You might also like