রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার দুপুরে মেট্রোরেল ডিপোর পাশে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর পরই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে তারা দুর্ঘটনার খবর পান। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
তিনি বলেন, “বিমান বিধ্বস্তের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে দুই ইউনিট পৌঁছে কাজ শুরু করে।”
রিমা আক্তার নামে একজন অভিভাবক বলেন, “আমার চোখের সামনে দিয়ে ভ্যানে করে ও কোলে করে ১০ থেকে ১২ জন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে, তারা মারা গেছে কি না বলতে পারব না। তাদের বেশিরভাগই ছিল।”
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.