নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ৮জন নিহত

5

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত হয়েছেন। বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা হয়।

- Advertisement -

- Advertisement -

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান আট জনের নিহতের বিষয়টি গনমাধ্যমের প্রতিনিধিদের নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় আহতদের উদ্ধারে কাজ করছে ।

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল আর মাইক্রোবাসটি রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর আহত দুই জনের মধ্যে এক জনকে বড়াইগ্রামের আমেনা হাসপাতাল এবং আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ছয় জন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

You might also like