শুল্ক নিয়ে শুক্রবার অনলাইন মিটিং হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে
বাণিজ্য উপদেষ্টা বলেছেন " আশা করছি ১ আগষ্টের আগেই যুক্তরাষ্ট্র সরকার আলোচনা জন্য সময় দিবে "
আরোপিত শুল্ক কমানোর জন্য আমেরিকা যেতে ঐ দেশের সরকারের ডাকের অপেক্ষায় আছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। । বৃহস্পতিবার ২৪ জুলাই এক অনুষ্ঠানে তিনি বলেন, দু’দিন আগে বাণিজ্য মন্ত্রনালয় থেকে সিডিউল চেয়ে চিঠি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টটেটিকে (ইউএসটিআর)।
বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন , আগামীকাল শুক্রবার ২৫ জুলাই একটি অনলাইন মিটিং এর সময় দিয়েছে যুক্তরাষ্ট্র। আশা করছি ১ আগষ্টের আগেই যুক্তরাষ্ট্র সরকার আলোচনা জন্য সময় দিবে।
যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো কাজ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি অনলাইন মিটিং রয়েছে। তার ওপর ভিত্তি করে আমরা পরর্বতী কর্মকাণ্ড নির্ধারণ করবো। আর এই নেগোসিয়েশনের জন্য সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাল্টা শুল্কের বিষয়ে আমেরিকার সঙ্গে তৃতীয় দফার আলোচনার জন্য মিটিংয়ের সময় চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এখনো সরাসরি মিটিং করার কোনো নির্দিষ্ট সময় দেয়নি যুক্তরাষ্ট্র।