শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আজকের বদলে মঙ্গলবার, অনলাইন নাকি স্বশরীরে তা অনিশ্চিত

বাণিজ্য উপদেষ্টা আজ শুক্রবার হবে জানালেও পরে তা পিছিয়েছে যুক্তরাষ্ট্রের কারনে

8

গতকাল বৃহস্পাপতিবার বাণিজ্য উপদেষ্টা আজ শুক্এরবার কটি অনলাইন বৈঠকের কথা জানালেও তা হচ্ছে না। পাল্টা শুল্ক নিয়ে দরকষাকষির তৃতীয় দফা আলোচনার জন্য অবশেষে সময় দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়। আগামী মঙ্গলবার ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সরকারি পর্যায়ে বৈঠকটি হবে। তবে সেটি স্বশরীরে উপস্থিতি নাকি অনলাইনে হবে তা এখনো নিশ্চিত নয় ।

- Advertisement -

- Advertisement -

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় গনমাধ্যমকে জানিয়েছেন, শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে সভা আগামী ২৯ জুলাই হবে। সভা অনলাইন কিংবা সরাসরি উপস্থিতির মাধ্যমে হতে পারে। ইউএসটিআরের পক্ষ থেকে এভাবে জানানো হয়েছে। সুনির্দিষ্টভাবে শিগগিরই জানাবে। মুখোমুখি বৈঠক হলে বাংলাদেশ প্রতিনিধি দল তার আগেই ওয়াশিংটন যাবে। অবশ্য গতকাল সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, শুক্রবার (আজ) যুক্তরাষ্ট্রের সঙ্গে অনলাইনে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে বিভিন্ন দেশের পণ্য আমদানিতে পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে, তার হার হবে সর্বনিম্ন ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কিছু দেশের ওপর ঘোষিত বাড়তি শুল্কহার কমিয়েছে। সর্বশেষ গত বুধবার জাপানের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রতিযোগী ভিয়েতনামের হার ২৬ শতাংশ থেকে ২০ শতাংশ নির্ধারণ করেছে। যাদের ক্ষেত্রে কমানো হয়েছে, তাদের সঙ্গে আলাদা চুক্তি হয়েছে, যার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র থেকে সেই দেশে আমদানি বাড়ানো।

বাংলাদেশের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। দরকষাকষি চলছে। বাংলাদেশের ওপর ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা রয়েছে। বাংলাদেশ আলোচনার মাধ্যমে তা কমানোর চেষ্টা করছে। বাংলাদেশ ছাড় পেতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। গত বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে জিটুজি পদ্ধতিতে বাড়তি দামে দুই লাখ ২০ হাজার টন গম কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজি হয়েছে। সে দেশ থেকে উড়োজাহাজ কিনতে চেয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রধান প্রধান পণ্য আমদানিতে শূন্য শুল্ক এবং কম শুল্ক রাখার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু বাণিজ্যের বাইরে কিছু শর্ত নিরাপত্তা ও ভূকৌশলগত কিছু ইস্যুতে বাংলাদেশ আগের আলোচনায় সম্মত হয়নি।

সমকালের সৌজন্যে

 

You might also like