জমজ দুই বোন সারিনা ও সাইবা এখন আশঙ্কামুক্ত

2
বার্ণ ইউনিটের কান্নাগুলো নেয় কষ্টকর । কিন্তু অনেক বিষাদের মধ্যেও আসে ভালো খবর। দুই বোনের সুস্থার খবরে ফেসবুকে তা শেয়ার করেছেন মিউজিশিয়ান ডালিম কুমার বর্মণ । তাই প্রকাশ করা হলো নিচে।
সকাল খুব ভালো একটা খবর পেয়ে মনটা একটু ভালো লেগেছে ।
- Advertisement -

- Advertisement -

জমজ দুই বোন সারিনা ও সাইবা এখন আশঙ্কামুক্ত!মাইলস্টোন ট্রাজেডির মাঝে এক টুকরো সুখবর…
আজ হৃদয়ে যেন এক বিশাল ঢেউ উঠলো।
দু’চোখ ভিজে গেল আনন্দে…যে দুই নিষ্পাপ মুখ একসময় পোড়া ব্যান্ডেজে ঢাকা ছিল, আজ তারা বেঁচে আছে, লড়াই করে ফিরে এসেছে!
আজ থেকে কিছুদিন আগেও তারা হেসে খেলে স্কুলে যাচ্ছিল।হঠাৎ করেই নেমে এসেছিল দুঃস্বপ্ন… কিন্তু তারা হার মানেনি।
আজ তারা আশঙ্কামুক্ত।
আজ তারা ফিরে এসেছে আমাদের মাঝে।
এই খবর শুনে লোম খাড়া হয়ে গেল।
রিদয়ে আনন্দের ঢেউ খেলে গেল।
আলহামদুলিল্লাহ।
এই বিজয় শুধু তাদের নয়, এটা আমাদের প্রত্যেকের।যারা দিনরাত দোয়া করেছে, যারা নিঃশব্দে কেঁদেছে, যারা পাশে থেকেছে—
এই আলো তোমাদেরও।
You might also like