শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা

তিন ঘন্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

0

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ’ শ্রমিক।

- Advertisement -

- Advertisement -

মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ার গ্যাস) ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে।পরে সকাল ৯টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল শুরু হয়।  সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল।

কারখানার শ্রমিকরা জানান, চুক্তি অনুযায়ী সাত মাসের বেতন-ভাতা বকেয়া পড়েছে। কারখানা কর্তৃপক্ষ আজ নয়, কাল- এমন করে আমাদের শ্রমিকদের ঘুরাচ্ছেন। কারখানা কর্তৃপক্ষ কেন আমাদের ন্যায্য পাওনা পরিশোধ করছে না? নির্দিষ্ট যে বেতন, তা দিয়ে আমাদের সংসার চলে না। বাধ্য হয়ে কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছি। দাবি আদায় করে ফিরব।’ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা রাস্তা ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন।

কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক  বলেন, ‘১০ দফা দাবিগুলোর বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকেরা আমাদের কথা না শুনে সড়ক অবরোধ করে রেখেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের সরাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

পরে সকাল ৯টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল শুরু হয়। সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল।

You might also like