ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় ও কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
গত শনিবার সন্ধ্যায় আলদাদপুর বালাপাড়া গ্রামের এক কিশোরের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে রাত সাড়ে আটটার দিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মামলা করে তাকে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরকে থানায় নেওয়ার পর তার বিচারের দাবিতে উত্তেজিত জনতা তার বাড়ির সামনে জড়ো হয় এবং রাত ১০টার দিকে একটি মিছিল থেকে কিশোরের এক স্বজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরদিন রবিবার বেলা সাড়ে তিনটার দিকে আবারও উত্তেজিত জনতা বাড়িঘরে হামলা চালায়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১২০০ জনকে আসামি করা হয়।
পুলিশ বলেছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতের ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।