কমিউনিটি ব্যাংকের সঙ্গে পুনাকের ক্রেডিট কার্ড-সংক্রান্ত চুক্তি

108

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) সঙ্গে ক্রেডিট কার্ডের সুবিধাপ্রাপ্ত অফার এবং পরিষেবা-সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

- Advertisement -

- Advertisement -

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল কাইয়ুম খানের সঙ্গে এ চুক্তি সই হয়।

অনু্ষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওয়াহাবসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আয়োজকরা বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা সব পণ্যে ১০ শতাংশ ক্যাশব্যাক, প্রতি বিলিং সাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

You might also like