আইএমএফ ঋণের ৪র্থ কিস্তি নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

37

আগামী জুনের মধ্যে ঋণের সব শর্ত পূরণ করে আইএমএফ চতুর্থ কিস্তির অর্থ ছাড় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি হয় এমন কৌশল প্রাধান্য পাবে। বাজেটের মূল লক্ষ্য, জিনিসপত্রের দামের লাগাম টানা আর কাজের সুযোগ বাড়ানো।

এ সময় এলডিসি উত্তরণ পরবর্তী প্রস্তুতি নেওয়ার তাগিদও দেন উপদেষ্টা।

এছাড়া এবারের বাজেটে মেগা প্রকল্পে অর্থায়ন না করে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন যোগ্য প্রকল্পে জোর দেওয়া হবে বলেও জানান তিনি।

You might also like