প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯০ টাকার বেশি নাকি কম হবে, তা নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে গতকাল মঙ্গলবারও বৈঠক হয়েছে। বৈঠকে দর-কষাকষি হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আজ বুধবার আবার উভয় পক্ষ বৈঠকে বসছে। আশা করা হচ্ছে, একটা সুরাহা হবেই।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ভোজ্যতেলের দাম নির্ধারণের জন্য সচিবালয়ে গতকাল দুপুরে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ৬ সদস্যের একটি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান ও বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান।
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা করে বাড়াতে চেয়ে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি ঈদের আগের শেষ কর্মদিবসে ট্যারিফ কমিশনে চিঠি দেয়। ঈদের পর প্রথম অফিস খোলার দিনে গত রবিবার এ নিয়ে বাণিজ্য উপদেষ্টা বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। সে বৈঠকের ধারাবাহিকতায় গতকালও বৈঠক হয়। যদিও কোনো সিদ্ধান্ত আসেনি বৈঠক থেকে।
রমজান মাসে মানুষকে সুরক্ষা দিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে আমদানি পর্যায়ে ভোজ্যতেল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছিল। সদ্য সমাপ্ত মার্চ মাসে এ অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে। ভোজ্যতেল পরিশোধন কারখানা সমিতির দাবি হচ্ছে, শুল্ক-কর অব্যাহতির মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে ফলে দাম বৃদ্ধি ছাড়া তাদের উপায় নেই। অব্যাহতি বজায় থাকলে দাম বাড়াবেন না তারা।
কারখানার মালিকদের দাবির আগেই অবশ্য ভোজ্যতেলে আমদানি পর্যায়ে শুল্ক-কর রেয়াতের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে এনবিআরকে চিঠি দেয় ট্যারিফ কমিশন। কিন্তু এনবিআর এ ব্যাপারে চুপ রয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের আমদানি পর্যায়ে শুল্ক-কর অব্যাহতি দেওয়ায় মাসে ৪৩১ কোটি টাকা কম রাজস্ব সংগ্রহ হয়েছে। সেই হিসাবে ছয় মাসে এনবিআর রাজস্ব হারিয়েছে ২ হাজার ৫৮৬ কোটি টাকা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মঙ্গলবারের তথ্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ থেকে ১৭৬ টাকা, আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৮৪৫ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫৭ থেকে ১৬৬ টাকা, পাম তেল ১৪৪ থেকে ১৫০ টাকা এবং সুপার পাম তেল ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।