আকাশ ছুয়েছিল যে স্বর্নের দাম ,বিশ্ববাজারে তা কমতে শুরু করেছে। দেশেও এক ভরি স্বর্ণের দাম উঠেছিল প্রায় পৌনে দুলাখ টাকায় । গত সপ্তাহে তা কমেছিল কিছুটা । কিন্তু ২৩ এপ্রিলের পর বিশ্ববাজারে আরো কমতে শুরু করেছে মূল্যবান এই ধাতুর দাম । কিন্তু গত সাত দিনে আর কমার খবর মিলছে না ।
গত ২৩ এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার ২৫১ টাকা, তাতে এক ভরির দাম দাড়িয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই সেই দ্ম প্রতি ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে নির্ধারন করা হয়েছিল ১ লরাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। কিন্তু এরপর আর দাম কমানোর কোনো ঘোষনা পাওয়া যাচ্ছে না বাজুসের পক্ষ থেকে।
এদিকে রয়টর্সের খবরে বলা হয়েছে গতকাল স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পৌছেছে । প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২২২.৬৬ ডলারে। প্রশ্ন উঠেছে দেশে কি আর কমবে না স্বর্ণের দাম ?
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.