একদিন পরেই আবার বাড়ল সোনার দাম

ভরিতে বেড়েছে প্রায় আড়াই হাজার

16

দাম কমার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আবার বাড়ল সোনার দাম। ভড়িতে বেড়েছে প্রায় আড়াই হাজার টাকা। নতুন দাম অনুসারে এক ভড়ি সোনা কিনতে এখন গ্রাহককে গুনতে হবে ১ লাক ৭১ হাজার ২৮৫ টাকা। একদিন আগে ভড়িপ্রতি এর দাম ছিল ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা।

- Advertisement -

- Advertisement -

টানা দর বৃদ্ধির কারনে সোনা এবিত্তখন ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। উচ্চবিত্ত ছাড়া সোনার ব্যবহার এখন ক্রমশ কমছে বলেই মনে করছেন অনেকেই।

You might also like