দাম বাড়ানোর একদিন পর কমানো হলো দেশের স্বর্ণের মূল্য। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারেও স্বর্ণ ও রূপার দাম পুনরায় সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম শুক্রবার (১৬ মে) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানায়, আজকের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট হলমার্ক: ১,৬৫,৭৭২ টাকা
২১ ক্যারেট হলমার্ক: ১,৫৮,৩৫৪ টাকা
১৮ ক্যারেট হলমার্ক: ১,২৯,৬৬২ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৫,৮৭৬ টাকা
রূপার নতুন দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট হলমার্ক: ২,৮০৮ টাকা
২১ ক্যারেট হলমার্ক: ২,৬৭৮ টাকা
১৮ ক্যারেট হলমার্ক: ২,২৯৪ টাকা
সনাতন পদ্ধতি: ২,০৯৫ টাকা
(উল্লেখ্য: ১ ভরি = ১১.৬৬৪ গ্রাম ধরে হিসাব করা হয়েছে)
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।
গত ১৩ মে বাজুস স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল, যার ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছিল ভরিপ্রতি ১,৬৯,৮৯৬ টাকা। মাত্র দুই দিন পরই আবার দাম কমানোর এই সিদ্ধান্ত এলো আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের কারণে।
বাজুস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম মাসুদুর রহমান সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.