মাত্র ২৬২ কোটি টাকা লেনদেনে হতাশা কাটেনি

ছুটির দিনের বিশেষ কার্যদিবসে সামান্য বাড়লো শেয়ারবাজারের সূচক

7

পরপর তিনদিন ঢাকার শেয়ারবাজারে ধারাবাহিক পতনের পর  শনিবার মাত্র ৩৯ পয়েন্ট বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। আর এই দিনটি চিল সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় সরকারি অফিস-আদালত খোলা রাখার দিন শনিবারে । গত মঙ্গল থেকে বুধবার তিনদিনে ডিএসসি সূচকের পতন হয়েছিল ১৩৮ পয়েন্ট। তার আগে গত রবিবার সরকারি ছুটির দিনে প্রধান উপদেষ্টা পুজিবাজার নিয়ে বিশেষ বৈঠক করলেও পরের দিনগুলোতে তার কোনো ইতিবাচক প্রভাব ছিল না শেয়ারবাজারে। শনিবারের মাত্র ১৯ পয়েন্টের বাড়তি সূচকে তাই আশাবাদী নন বিণিয়োগকারিরা । কারন শনিবার লেনদেন হয়েছে মাত্র ২৬২ কোটি টাকা।

- Advertisement -

- Advertisement -

শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৭৭ টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৯টির , আর অপরিবর্তিত ছিল ৪০টির। এর আগে ১৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছিল ৫৪ পয়েন্ট , পরের দুদিনে তা ছিল যথাক্রমে ৩৬ ও ৪৬ ।  এর প্রতিদিনই গড়ে প্রায় ৩০০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। তার । হতাশা নিয়েই লবিবার আবারো শেয়ারবাজারে কেনাকাটায় যুক্ত হবেন পুজি হারানো বিণিয়োগকারিরা ।

You might also like