আমদানি পর্যায়ে মিথ্যা ঘোষণা বন্ধে কাস্টমস আইন সংশোধন হচ্ছে

পণ্য চালানের জরিমানায় আনা হচ্ছে শিথিলতা

7

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আমদানি পর্যায়ে বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আমদানি পর্যায়ে মিথ্যা ঘোষণায় নিয়ে আসা পণ্য চালানের জরিমানার বিধান অর্ধেক করে কাস্টমস আইনের নতুন সংশোধনী আনা হচ্ছে। এ ছাড়া ইমপোর্ট জেনারেল ম্যানুফেস্ট (আইজিএম) সংশোধনের ক্ষেত্রে ন্যূনতম জরিমানা ৫০ হাজার টাকার বিধানটি তুলে দিয়ে সর্বোচ্চ জরিমানা ২ লাখ টাকা করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা ট্যারিফের ক্ষেত্রে ১০০ পণ্যের কাস্টমস ডিউটি তুলে দেওয়া হচ্ছে। আর ভ্যাটের ক্ষেত্রে প্লাস্টিক পণ্য থেকে শুরু করে বেশকিছু খাতে ভ্যাটের স্ট্যান্ডার্ড হার করার চিন্তাভাবনা করছে সরকার। এ ছাড়া যেসব খাতে দীর্ঘদিন ধরে চলা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে, সেক্ষেত্রে নতুন ভ্যাট হার যুক্ত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

- Advertisement -

- Advertisement -

সূত্র জানায়, আগামী অর্থবছরের ব্যবসা-বাণিজ্য সহজ করার নামে আমদানি পর্যায়ে মিথ্যা ঘোষণার পণ্য চালানের জরিমানা চারশ শতাংশ থেকে কমিয়ে দুইশ শতাংশ করা হচ্ছে। এতে মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালানের জরিমানায় আনা হচ্ছে শিথিলতা। এক্ষেত্রে অসাধু আমদানিকারকরা সুযোগ নিতে পারেন বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

 

You might also like