ব্যানার নিউজ স্পেশাল
স্বাধীনতার প্রথম বছরে দেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। ১৯৭২-৭৩ অর্থবছরের সেই প্রথম বাজেট জাতির সামনে তুলে ধরেছিলেন তাজউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে। পরপর আরো দুটি বাজেট তার হাতেই তৈরী । বাজেটের আকার এক হাজার কোটি উন্নীত করার কৃতিত্বও তার। ৭৪-৭৫ অর্থ বছরে বাজেটের আকার দাড়িয়েছিল এক হাজার ৮৪ কোটি টাকায়।
১৯৭২ সালের ৩০ জুন দেয়া সেই বাজেটের আকার এক দশকে উন্নীত হয়েছিল ৪ হাজার ৬৭৭ কোটি টাকা। ১৯৮১ সালের ৬ জুন ৮১-৮২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছিলেন সাইফুর রহমান। দেশের সফল অর্থমন্ত্রীদের একজন , যার হাতে ১৯৯২ সালে প্রচলন হয়েছিল মূল্য সংযোজন কর।
দেশের রাষ্ট্রপতি হিসেবে তিনটি বাজেট দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
এর পরের দশকে দেশের অর্থনীতি তেমন অগ্রসর যে হয়নি তার একটি বড় প্রমাণ বাজেটের আকার । এই দশ বছরে বাজেট পৌছেছিল ১৭ হাজার ৬০৭ কোটিতে। এরই মধ্যে অবশ্য সামরিক স্বৈারাচার এইচ এম এরশাদের শাসনামলের অবসান হয়েছিল। ১৯৯০ সালের গনঅভূত্থানের অবসানে নির্বাচনের মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতির সরকারের যাত্রা শুরু হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে। ১৯৯২ সালের ১৮ জুন সাইফুর রহমান সংসদে ১৭ হাজার ৬০৭ কোটি টাকার বাজেট দিয়েছিলেন ৯২-৯৩ অর্থবছরের জন্য।
বলা যায় গণতান্ত্রিক অভিযাত্রার সুফল পেতে শুরু করে দেশের অর্থনীতি। ১৯৯৬ সালে তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ২১ বছর পর সরকার পরিচালনায় ফিরে আসে আওয়ামী লীগ । শাহ এ এম এস কিবরিয়া অর্থমন্ত্রী হিসেবে ধারাবাহিকভাবে ৫টি বাজেট পেশ করেন। ২০০১ সালে।আবারো রাষ্ট্রপরিচালনায় ফিরে আসে বিএনপি । এক দশকে বাজেটের আকার বেড়ে যায় প্রায় তিনগুণ।
২০০২ সালের ৬ জুন অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেট দেন ২০০২-২০০৩ অর্থবছরের জন্য । এই বাজেটের আকার গিয়ে দাড়ায় ৪৪ হাজার ৮৫৪ কোটি টাকার ঘরে।
পরের দশকের প্রথম পর্বে বিএনপি আর পরের পর্বে আওয়ামী লীগ দায়িত্ব পায় বাজেট তৈরীর। মাঝখানে দুবছর অবশ্য তত্ববধায়ক সরকারের পক্ষে বাজেট দিয়েছেন ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। এই দশকেই বাজেটের বড় উলফ্ফন ঘটে আওয়ামী লীগ সরকারের সময়। বাজেটের আকার ১ লাখ ১৩ হাজার কোটি টাকার ঘরে পৌছায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাত দিয়ে । ২০০৯ সালের ১১ জুন তিনি এই বাজেট দেন ২০০৯-২০১০ অর্থবছরের জন্য ।
এরপরই বাজেট বাড়তে থাকে লাখে লাখে । একডজন বাজেট পেশের কৃতিত্ব ওঠে এ এম এ মুহিতের সাফল্যের ঝুড়িতে। একের পর এক মেগা প্রজেক্টের কারনে বাজেট পার হয় ৭ লাখ কোটি টাকার ঘর। সবশেষ অর্থবছরে তাই বাজেট ছোয় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার ঘরে। এখন অবশ্য প্রশ্ন আসন্ন ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ৮ লাখ কোটি টাকায় নেবার সাহস দেখাবেন কি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন ?