সকালেই শুরু হয়েছে ‘মার্চ টু এনবিআর’
অর্থ উপদেষ্টার আহবান প্রত্যাখান করেছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা
আগের রাতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সাথে বৈঠক করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন কর্মসূচী প্রত্রাহারের আহবান জানালেও যথারীতি শনিবার সকালেই শুরু হয়েছে ‘মার্চ টু এনবিআর’ । সকাল ৯টার মধ্যে যারা এসেছেন তারা এনবিআরের প্রধান কার্যালয় রাজস্ব ভবনে ঢুকতে পেরেছেন; তারপর থেকে মূল ফটকে সবাইকে আটকে দেওয়া হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ দাবিতে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা।
শনিবার সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলনকারীরা সেবা কার্যক্রম বন্ধ করে রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন।
এছাড়া দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও পালন করছে আন্দোলনকারীদের প্লাটফর্ম-‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ‘।এই পরিস্থিতিতে এনবিআরের মূল ফটক বন্ধ করে দিয়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা ভেতরে অবস্থান নিয়েছে। এতে করে প্রধান ফটকের সামনে ফুটপাত ও প্রধান সড়েকের এক অংশ জুড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আগেই দিয়ে রেখেছিল। সংস্কার ঐক্য পরিষদের আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এনবিআরের জনসংযোগ দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি আসে।
সেখানে বলা হয়, “কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, অফিস থেকে বেরিয়ে গেলে কিংবা দেরিতে অফিসে হলে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”