শাহরুখ খানের বাসভবন মান্নাতে অবৈধ নির্মাণের অভিযোগের পর সেখানে পৌঁছায় মুম্বাই পৌরসভা ও বন বিভাগের কর্মকর্তাদের একটি দল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এক পরিবেশকর্মীর অভিযোগের ভিত্তিতে তাঁরা যাচাই করতে যান, নির্মাণে কোনো নিয়ম লঙ্ঘন হয়েছে কি না।
পরিদর্শনে আসা কর্মকর্তাদের শাহরুখ খানের কর্মীরা জানান, প্রয়োজনীয় সব অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট নথি যথাযথভাবে দাখিল করা হবে। শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ নেই। সব কাজ নিয়ম অনুযায়ীই চলছে।
মুম্বাইয়ে শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’-এর সংস্কারকাজ চলছে। দুই বছরের জন্য সংস্কারকাজ চলবে। তাই কিং খান আর তাঁর পরিবার এ বছরে তল্পিতল্পা গুটিয়ে বান্দ্রার পালি হিলের একটি ভাড়া অ্যাপার্টমেন্টে গেছেন। এদিকে অভিযোগ উঠেছে, মান্নাতে নাকি অবৈধভাবে নির্মাণকাজ চলছে। সত্যিই কি তা–ই? অনেক গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ব্যাখ্যা দিয়েছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি।