বিমান দুর্ঘটনা সিনেমা মুক্তির আনন্দকে ম্লান করে দিয়েছে , প্রতিক্রিয়া অভিনেত্রী তাশদিক নমিরার

1

“ চারদিকে শোকের আবহ। মনটা বিষাদে ছেয়ে আছে। এই সময়ে ভালো থাকা মুশকিল। বিমান দুর্ঘটনায় কতকগুলো প্রাণ ঝরে গেল। ভাবতেই চোখ ভিজে আসে। আমি নিজেও একজন মা। কলিজাটা ছিঁড়ে গেছে। শিশুরা যখন আগুনে পুড়ে যাচ্ছিল, তখন নিশ্চয়ই তাদের মা-বাবাকে ডাকছিল। আমার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পেল পাঁচ দিন হয়েছে। প্রথম সিনেমা মানেই তো আনন্দের বিষয়। কিন্তু বিমান দুর্ঘটনা সিনেমা মুক্তির আনন্দকে ম্লান করে দিয়েছে।”

- Advertisement -

- Advertisement -

উপরের এই কথাগুলো অভিনেত্রী ও মডেল তাশদিক নমিরার । গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘আলী’। বিপ্লব হায়দার পরিচালিত এ সিনেমায় একজন মানবাধিকারকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তি পাওয়া সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে মাইলস্টোন স্কুল ও কলেজর ট্রাজেডি সম্পর্কে এমন অনুভুতি প্রকাশ করেছেন  তাশদিক নমিরা ।

 

You might also like