গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট

1

‘আলফা’ সিনেমায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট– এ খবর অনেকের জানা। শুধু তাই নয়, যশরাজ ফিল্মস এই সিনেমার ঘোষণা দেওয়ার পর থেকেই দর্শক মেতেছেন জল্পনা-কল্পনায়। কেমন হবে গোয়েন্দা চরিত্রের আলিয়ার লুক? কতটা দূর্ধর্ষরূপে তিনি পর্দায় হাজির হবেন? এমন অনেক প্রশ্ন উঠে এসেছে নেটিজেনদের কাছ থেকে।

- Advertisement -

- Advertisement -

নতুন খবর হলো, যারা ‘আলফা’ সিনেমার আগেই পর্দায় গোয়েন্দা চরিত্রে দেখা মিলবে আলিয়ার। আর সে চরিত্রটি থাকছে ‘ওয়ার-২’ সিনেমায় ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ‘ওয়ার-২’ সিনেমায় ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির পাশাপাশি গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। সামাজিক মাধ্যমে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আলিয়া নিজেই। এ নিয়ে ইনস্টা স্টোরিতে এই অভিনেত্রী লিখেছেন, ‘আহা দারুণ মজার! আপনাদের সঙ্গে আগামী ১৪ আগস্ট দেখা হচ্ছে আপনার নিকটবর্তী সিনেমা হলে।’

অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই জল্পনার সূত্রপাত। বলিউডের অন্দরমহল সূত্রে খবর, ‘ওয়ার ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে ‘আলফা’ মহিলা গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন আলিয়া। যদিও প্রযোজনা সংস্থার গোয়েন্দা ইউনিভার্সে এই ট্রেন্ড নতুন নয়! এই উদাহরণ আগেও মিলেছে ‘পাঠান’, ‘টাইগার’-এর ক্ষেত্রে। শাহরুখ-সলমন একে-অপরের সিনেমায় ‘ত্রাতা’ হিসেবে অবতরণ করছেন।

এবার গুঞ্জন, কিয়ারা আদভানির সঙ্গে নাকি আলিয়া ভাটকেও ‘ওয়ার ২’ সিনেমায় ক্ষুরধার অ্যাকশন মোডে পাওয়া যাবে! ইতোমধ্যেই আড়াই মিনিটের ট্রেলারে ঋত্বিক রোশনের সঙ্গে মারপিট করতে দেখা গেছে কিয়ারাকে। এবার আলিয়াকেও যদি এমন অ্যাকশন অবতারে পাওয়া যায় এই সিনেমাতে, তা হবে দর্শকের জন্য বাড়তি পাওনা।

 

You might also like