বলিউডের সিনেমা দেখে ভারতের প্রেমে পড়ে চলে এসেছেন অভিনয় করতে

1

সুইডেনের নাগরিক হলেও কীভাবে ভারতের সিনেমার প্রেমে পড়লেন, এ নিয়ে এক সাক্ষাৎকারে এলি জানিয়েছিলেন, ‘মাত্র পাঁচ বছর বয়স থেকেই বলিউড সিনেমার গান, নাচ, বাহারি পোশাক আমার ভালো লাগে। পরবর্তী সময়ে তিনি বলিউড অভিনয়শিল্পীদের সিনেমার ডিভিডি খুঁজে খুঁজে দেখতে থাকেন। ‘দেবদাস’ তাঁর একাধিকবার দেখা। সিনেমা দেখেই তিনি ভারতীয় সংস্কৃতি বোঝার চেষ্টা করতে থাকেন।

 

- Advertisement -

- Advertisement -

জন্ম ও বেড়ে ওঠা সুইডেনে। এর মধ্যেই তিনি হঠাৎ করে ভারতের সংস্কৃতির প্রেমে পড়েন। ভালো লাগে বলিউডের সিনেমা। একসময় নাটকীয়ভাবে চলে আসেন বলিউডে। ১২ বছর ধরে ভালো ক্যারিয়ার গড়তে সংগ্রাম করে যাচ্ছেন। এই অভিনেত্রীর পুরো নাম এলি আভরাম। আজ ২৯ জুলাই তাঁর জন্মদিন। জেনে নিতে পারেন তাঁর জানা–অজানা কথা। সুইডেনের সাংস্কৃতিক পরিবারেই তাঁর বেড়ে ওঠা। মা ছিলেন অভিনেত্রী। শৈশব থেকেই চাইতেন অভিনয়ে নাম লেখাবেন। সেভাবেই তিনি অভিনয় শিখতে থাকেন।

২০১২ সালে এই অভিনেত্রী ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন অভিনয়ের উদ্দেশ্যে। যোগাযোগ করতে থাকেন এজেন্সির সঙ্গে। পরে বলিউডে তাঁর শুরুটা ভালোই ছিল। অল্প সময়ের ব্যবধানেই মডেলিংয়ের কাজ পেয়ে যান। তাঁর কো-আর্টিস্ট ছিলেন অক্ষয়কুমার। এজেন্সি তাঁকে ভারতে থাকার সুযোগ করে দেয়।

You might also like