আফ্রিকার দেশ মালির পশ্চিমাঞ্চলে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুরো জানিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালির পশ্চিমাঞ্চলীয় স্বর্ণ সমৃদ্ধ কায়েস অঞ্চলের কেনিবার কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের বেশির ভাগই নারী।
খনি শ্রমিক ইউনিয়নের একজন নেতা রয়টার্সকে জানিয়েছেন, যারা হতাহত হয়েছেন, তারা শিল্প খনি শ্রমিকদের রেখে যাওয়া খোলা জায়গায় স্বর্ণের টুকরো খুঁজছিলেন। হঠাৎ তাদের চারপাশের মাটি ধসে পড়ে।
মাত্র তিন সপ্তাহের মধ্যে এটি মালির দ্বিতীয় মারাত্মক খনি দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারির শেষের দিকে একটি খনির টানেল প্লাবিত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, ধসে ৪৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে একটি শিল্প ইউনিয়নের প্রধান রয়টার্সকে জানিয়েছেন, ৪৩ জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে গেছেন। তাদের মধ্যে একজন নারীও ছিলেন; যার পিঠে শিশু ছিল।
মালি বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে দুর্ঘটনা খুবই সাধারণ। কারণ খনির কার্যক্রম অনিয়ন্ত্রিত, খনি শ্রমিকরা স্বর্ণ খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে থাকেন।