ইউএসএআইডির ১৬০০ কর্মী ছাঁটাই শুরু

২৪

মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ১ হাজার ৬০০ কর্মীকে ছাঁটাই করা শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

- Advertisement -

- Advertisement -

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় রবিবার ট্রাম্প প্রশাসন জানায়, এনজিওটির শীর্ষ পদ ও গুরুত্বপূর্ণ কর্মী ছাড়া সব কর্মীকে বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে।

এরই মধ্যে সংস্থাটির কর্মীদের এ সংক্রান্ত একটি ইমেইল পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তদের ২৪ এপ্রিল থেকে ফেডারেল সার্ভিসের চাকরি থাকবে না।

গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরপরই ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বজুড়ে লাখো বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয় থেকে শুরু করে ক্ষুধা ও প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াই করা কর্মসূচিগুলোর জন্য তহবিল স্থগিত করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ১ হাজার ৬০০ কর্মীকে ছাঁটাই করা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের পর্যালোচনা করা আগের একটি নোটিশে বলা হয়েছিল, আমেরিকায় প্রায় ২ হাজার পদ বিলুপ্ত করা হবে। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

এর আগে গত শুক্রবার একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের হাজারো ইউএসএআইডি কর্মীকে ছুটিতে পাঠানোর পথ সুগম করে দেন। ইউএসএআইডিতে এই ছাঁটাই প্রক্রিয়ার তদারকি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ ডিওজিই।

ট্রাম্পের স্থগিতাদেশের আগে ইউএসএআইডির কর্মসূচিগুলো বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার খরচ করত। কিন্তু স্থগিতাদেশের পরে পেয়েছে ১০০ মিলিয়ন ডলারের কম।