৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি ইসরায়েল

২৭

যুদ্ধ বিরতির চুক্তি অনুসারে হামাস ইসরায়েলের নির্দিষ্ট জিম্মিদের মুক্তি দিলেও চুক্তির লঙ্ঘন করেছে ইসরায়েল।

- Advertisement -

- Advertisement -

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা করেনি ইসরায়েল।

ইসরায়েল যতক্ষণ এই ফিলিস্তিনিদের মুক্তি না দেবে ততক্ষণ কোনো আলোচনা হবে না বলেও জানায় হামাস।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতা মাহমুদ মারদাবি গতকাল রবিবার বলেছেন, ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা তেল আবিবের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না বলে।

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে শনিবার ইসরায়েলের ৬২০ বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে হামাস ছয়জন ইসরায়েলি বন্দিকে ছেড়ে দেয়। তবে ইসরায়েলি সরকার মুক্তি বিলম্বিত করে। কারণ, হিসেবে তারা বলেছে, মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দিদের হস্তান্তর প্রক্রিয়া ছিল ‘অপমানজনক’।

হামাস নেতা মাহমুদ মারদাবি এক বিবৃতিতে বলেন, ‘ছয়জন ইসরায়েলি বন্দির বিনিময়ে যে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে চুক্তি হয়েছে, তাদের ছাড়া পর্যন্ত (ইসরায়েলি) শত্রুর সঙ্গে কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা হবে না।’

তিনি আরও বলেন, ‘মধ্যস্থতাকারীদের অবশ্যই শত্রুকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে।’

রবিবার ভোরে হামাস ইসরায়েলের এই বিলম্বকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ‘লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।

এদিকে, একই বিষয়ের পুনরাবৃত্তি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ ফের গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত।