কারখানায় আগুনে মালয়েশিয়ায় দুই বাংলাদেশির মৃত্যু

২০

মালয়েশিয়ায় একটি কারখানায় আগুন লেগে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

- Advertisement -

- Advertisement -

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। তবে, হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আগুনের খবর পেয়ে সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে দোতলা ভবনের ওপরের তলায় ট্রান্সফরমার রুমের ৪০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুনে ৪ জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের মৃত অবস্থায় পাওয়া যায়। হতাহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।