পাকিস্তানে মাদরাসায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

২৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মাদরাসায় জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

- Advertisement -

- Advertisement -

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

হামলার শিকার শিক্ষাপ্রতিষ্ঠানটি আফগান তালেবানদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী সাইফ জানান, নিহতদের মধ্যে ওই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানও রয়েছেন। মওলানা হামিদ-উল-হক নামে ওই ব্যক্তি ‘তালেবানের জনক’ হিসেবে বিবেচিত প্রয়াত মওলানা সামি-উল-হকের ছেলে।

হামিদ-উল-হকের ভাই মাওলানা আবদুল হক বলেন, ‘দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসার মসজিদ থেকে বের হওয়ার সময় বিস্ফোরক ভর্তি সুইসাইড ভেস্ট পরা হামলাকারী হামিদের দিকে হেঁটে যান। হামিদ-উল-হক ঘটনাস্থলেই নিহত হন।’

ওই মাদরাসায় এই বোমা হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। হামিদ-উল-হকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

আফগান সীমান্তের দিকে যাওয়ার প্রধান সড়কের কাছের একটি শহরে অবস্থিত দারুল উলুম হাক্কানিয়া নামে মাদরাসাটি। ১৯৯০-এর দশকে তালেবান আন্দোলনের মূল কেন্দ্র ছিল এটি। এখনও উগ্র ইসলামপন্থিদের জন্য আঁতুড়ঘর হিসেবে বর্ণনা করা হয় এই প্রতিষ্ঠানকে।