সুদানে ধর্ষণ থেকে রেহাই পায়নি এক বছরের শিশুও

২০

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে চলমান যুদ্ধে পাঁচ বছরের কম বয়সি অনেক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

- Advertisement -

- Advertisement -

এমনকি এক বছরের শিশুও ধর্ষণ থেকে রেহাই পায়নি বলে  জানানো হয়েছে ইউনিসেফের এক প্রতিবেদনে।

সুদানে যৌন সহিংসতার শিকারদের সহায়তা প্রদানকারী বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ।

এতে বলা হয়, গত বছর শিশু ধর্ষণের ২২১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৬টি ঘটনায় ভুক্তভোগীর বয়স পাঁচ বছরের কম। চারটি শিশুর বয়স মাত্র এক বছর।

নির্যাতনের শিকার হওয়াদের মধ্যে এক তৃতীয়াংশই ছেলে। ইউনিসেফের কাছে শিশুদের বিরুদ্ধে আরও ৭৭টি যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, যেগুলো ছিল ধর্ষণচেষ্টার অংশ।

গৃহযুদ্ধে বিপর্যস্ত আফ্রিকার এই দেশটির যৌন সহিংসতার প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ বলে মনে করছেন একাধিক মানবাধিকার ও দাতা সংস্থার কর্মীরা। সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, প্রতিশোধজনিত ভয় ও চিকিৎসা সুবিধার সংকটের কারণে অনেক ঘটনা নথিভুক্ত হয় না।

কয়েকজন ভুক্তভোগীর বরাতে ইউনিসেফ জানিয়েছে, ধর্ষণের ফলে অনেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আর এ কারণে তাদের পরিবার থেকে বিতাড়িত হওয়াসহ ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয়ে হয়েছে।

সুদানে শিশু ধর্ষণের জন্য কারা দায়ী তা বলেনি ইউনিসেফ। তারা যুদ্ধরত দুই পক্ষকেই আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানকারী মিশন সুদানে যৌন সহিংসতার মাত্রাকে ‘স্তম্ভিত’ হওয়ার মতো বলে অভিহিত করেছেন। মিশনটির পাওয়া তথ্যে বেশিরভাগ যৌন সহিংসতার জন্য আরএসএফ ও তাদের মিত্ররা দায়ী বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আর সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে তথ্য পাওয়া কঠিন বলে উল্লেখ করা হয়েছে।