ন্যাটো থেকে আমেরিকার বের হয়ে আসা উচিত: মাস্ক

পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে আমেরিকার বের হয়ে আসা উচিৎ বলে মন্তব্য করেছেন ধনকুবের ইলন মাস্ক।

- Advertisement -

- Advertisement -

বেশকিছু দিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মাস্ক ন্যাটো থেকে আমেরিকার বের হয়ে আসার পক্ষে কথা বলছিলেন।  আবারও সেই তাগিদ দিলেন তিনি।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সের এক পোস্টে এই তাগিদ দেন ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান হিসেবে দায়িত্বে থাকা মাস্ক।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মাইক্রোব্লগিং সাইট এক্সের আরেকটি পোস্ট শেয়ার করেন মাস্ক। তাতে লেখা, ‘এক্সিট ন্যাটো *নাও*’।

সেটি শেয়ার করে মাস্ক লেখেন, ‘আমাদের বেরিয়ে আসা উচিত। প্রতিরক্ষার জন্য ইউরোপে এভাবে অর্থায়নের কোনো মানেই হয় না।’

এর আগে গত ২ মার্চও এমন তাগিদ দেন মাস্ক। ওই সময় তিনি তার এই মাইক্রোব্লগিং সাইট এক্সে পোস্ট করে লেখেন, ‘জাতিসংঘ ও ন্যাটো থেকে আমেরিকার বের হয়ে আসার সময় হয়েছে।’

সংবাদমাধ্যম এনবিসি বলছে, নিকট অতীতে মাস্কের একের পর এক মন্তব্য ৩২ সদস্যের ন্যাটোর ভবিষ্যৎ দ্বিধায় ফেলে দিয়েছে। এমনকি গত ৬ মার্চ ন্যাটোতে থাকা নিয়ে মিত্র দেশের সঙ্গে আলাপও করেছেন ট্রাম্প।

গত ৬ মার্চের বিশেষ বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, বিল পরিশোধ না করলে ন্যাটোর মিত্রদের প্রতিরক্ষায় অর্থায়ন করবেন না।

স্নায়ুযুদ্ধের পর সংঘাত এড়ানো ইউরোপের দেশগুলো যোগাযোগ, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তার জন্য এই আমেরিকার ওপর অনেক নির্ভর করে আসছে। আগামী মাসে ৭৬তম বার্ষিকী হতে যাওয়া জোট আমেরিকার নেতৃত্বে গঠিত হয়েছিল। আর এখন আমেরিকার থাকা নিয়েই সংশয় দেখা দিয়েছে।