মহাকাশ থেকে সুনীতারা কখন ফিরবেন, দিনক্ষণ জানাল নাসা

75

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা সুনীতা উইলিয়াম ও তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোর আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন বলে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা নাসা।

- Advertisement -

- Advertisement -

তাদের নিয়ে আসতে আইএসএসে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান।

সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মার্কিন গবেষণা সংস্থা নাসা বলেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে তারা নামবেন।

এক বিবৃতিতে নাসা জানিয়েছে, সুনীতা উইলিয়ামদের অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে নাসা। সরাসরি সম্প্রচারের প্রক্রিয়াটি সোমবার থেকেই শুরু হতে পারে। নাসার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাসার পেজে তা দেখানো হবে।

সুনীতা উইলিয়ামদের ফেরাতে গতকাল রবিবার মহাকাশযান স্টেশনে পৌঁছায়। ওই মহাকাশযানে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। তারা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

গত বছরের জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়াম ও বুচ। আট দিন পরই তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তারা আটকে পড়েন। তারা যে বোয়িং স্টারলাইনারে চেপে মহাকাশে গিয়েছিলেন, সেটিতে ত্রুটি ধরা পড়ে।

পরে নাসা জানায়, ত্রুটিপূর্ণ যানে তাদের ফেরাটা ঝুঁকিপূর্ণ, তাই মহাকাশযানটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে। তখন থেকে মহাকাশেই আটকা পড়ে আছেন সুনীতা ও বুচ।

You might also like