রোহিঙ্গাদের ৭৩ মিলিয়ন ডলার নতুন সহায়তার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে ৭৩ মিলিয়ন ডলার নতুন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

31

রোহিঙ্গা শরণার্থীদের জন্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে ৭৩ মিলিয়ন ডলার নতুন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

- Advertisement -

- Advertisement -

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে ৭৩ মিলিয়ন ডলার নতুন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের নেওয়া ব্যয় সংকোচন নীতির কারণে বিদেশি সহায়তা ব্যাপকভাবে কমিয়ে আনার আশঙ্কার মধ্যে এই সহায়তা ঘোষণা করা হলো।

“এই খাদ্য ও পুষ্টি সহায়তা এক মিলিয়নের বেশি মানুষের জন্য জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করবে,” এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

তিনি আরও বলেন, “আমাদের আন্তর্জাতিক অংশীদারদেরও উচিত এমন জীবন রক্ষাকারী সহায়তা দিয়ে এই বোঝা ভাগ করে নেওয়া।”

২০১৭ সাল থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র প্রায় ২.৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই সহায়তার তহবিল স্থগিত থাকায় অন্তত পাঁচটি হাসপাতাল তাদের সেবা কমাতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের দুটি সংস্থা সতর্ক করেছিল যে, অর্থায়নের ঘাটতির কারণে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হ্রাস পেতে পারে।

মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে গত আট বছর ধরে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা।

ট্রাম্প প্রশাসন ও তার অন্যতম সহযোগী বিলিয়নিয়ার ইলন মাস্ক ইউএসএইড বন্ধ করে সংস্থাটির কার্যক্রম পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নিয়েছে। এর ফলে শত শত কর্মীর চাকরি চলে গেছে এবং কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা বাতিল হয়েছে, যার ওপর বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষ নির্ভরশীল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত ফেব্রুয়ারিতে মানবিক সহায়তা চালিয়ে যেতে এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য বিশেষ ছাড় দেন।

এদিকে, ইউএসএআইডির কার্যক্রম গুটিয়ে নেওয়ার দায়িত্বে থাকা ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা রোহিঙ্গাদের জন্য সহায়তা

পর্যায়ক্রমে বন্ধ করার প্রস্তাব দিয়েছেন বলে চলতি মাসে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

You might also like